রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

তারেক মিথ্যাচার করছেন : মির্জা আজম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে আর খালেদা জিয়া ও তার ছেলে তারেক ইতিহাস নিয়ে মিথ্যাচারে নেমেছেন। কিন্তু বাংলার মানুষ ইতিহাস জানে। মিথ্যা বলে তাদের কোনোভাবেই বিভ্রান্ত করা যাবে না। জনগণ নিজেরাই খালেদা আর তার ছেলেকে ইতিহাসের অাঁস্তাকুড়ে ঠেলে দিয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের গেইটপাড় মালগুদাম রোডে জামালপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আবদুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সৈয়দ আতিকুর রহমান ছানা, আবু জাফর আহমেদ শিশা, মাসুম রেজা রহিম, রেজাউল করিম রেজনু প্রমুখ।

সর্বশেষ খবর