রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

ওসির অপসারণের দাবিতে হরতাল পালন

লালমনিরহাটের হাতীবান্ধা থানার ওসি আনোয়ার হোসেনের অপসারণ দাবিতে গতকাল অর্ধদিবস হরতাল পালন করেছে ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, গত বুধবার কাপড় ব্যবসায়ী শাহীনুর ইসলাম তার ভাগ্নী মর্জিনা খাতুনকে নিয়ে থানায় মামলা করতে যান। কিন্তু ওসি সে মামলা না নিয়ে তাদের ফেরত পাঠান। পরবর্তিতে তারা উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে বিচার চাইতে গেলে চেয়ারম্যান লিয়াকত হোসেন তাদের আবার থানায় পাঠান। এতে ক্ষিপ্ত হয়ে ওসি আনোয়ার মর্জিনাকে অনেক রাত পর্যন্ত আটকে রাখেন ও তার মামার বিরুদ্ধে সাজানো মামলায় স্বাক্ষর করতে বাধ্য করেন। সাজানো মামলায় ওই দিনই ব্যবসায়ী শাহীনুর ইসলামসহ ৯ জনকে হাজতে পাঠিয়ে দেন।

সর্বশেষ খবর