রবিবার, ১৩ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

কুল বাগান কেটে সাফ

কুল বাগান কেটে সাফ

জাজিরা উপজেলার জয়নগর গ্রামে একটি কুল বাগানের ৩৫০-৪০০টি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক লিটন মাদবর চুক্তি ভঙ্গ করে গত ৫ এপ্রিল হতে ৮ এপ্রিল সময়ের মধ্যে এ গাছগুলো কেটে তার জমি দখলে নেন। জানা গেছে, জয়নগর গ্রামের হালিম চৌকিদারের ছেলে ইলিয়াস চৌকিদার ২০১০ সালে একই গ্রামের লিটন মাদবরের কাছ থেকে ১১২ শতাংশ জমি ভাড়া নিয়ে আপেলকুল ও বাউকুলের বাগান করেন। এ বাগান থেকে ইলিয়াস চৌকিদার গত তিন বছরে ১৫ লাখ টাকা আয় করেছেন। ইলিয়াসের এমন সাফল্য দেখে জমির মালিক লিটন মাদবর ঈর্ষান্বিত হন।

 

সর্বশেষ খবর