মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

টাঙ্গাইল-৮ উপনির্বাচন, স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ কাল

টাঙ্গাইল-৮ উপনির্বাচন, স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ কাল

টাঙ্গাইল-০৮ (সখীপুর-বাসাইল) উপ-নির্বাচনে স্থগিত হওয়া ঘেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। গত ২৯ মার্চ এ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণের দিন অনিয়মের অভিযোগে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার। ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ২ হাজার ৭০১ জন।

এ আসনে দুটি উপজেলার ১১৭ টি কেন্দ্রের মধ্যে ১১৬ টি কেন্দ্রে  আওয়ামী লীগ মনোনিত প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীক নিয়ে ৭৩ হাজার ৫শ ৬৫ ভোট এবং আওয়ামী লীগের বিদ্রোহী  প্রার্থী মালেক মিঞা হরিণ প্রতীক নিয়ে ৭১ হাজার ৩শ ২৯ ভোট পেয়েছেন। স্থগিত হওয়া একটি কেন্দ্র ছাড়া আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞার চেয়ে ২হাজার ২৩৬ ভোটে এগিয়ে রয়েছেন।

এ ব্যাপারে ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সৈয়দ খুরশিদ আনোয়ার বলেন, স্থগিত হওয়া ওই কেন্দ্রের ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, ভোটগ্রহণ অবাধ ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।     

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি স্থানীয় সাংসদ কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়।

সর্বশেষ খবর