গত দুই দিনের ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে মৌলভীবাজার সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের পূর্ব সাওয়াইজুড়ি এলাকায় মনু নদীর চর ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে ২৪টি পরিবার। গতকাল ভোররাত থেকে সকাল ৮টা পর্যন্ত এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- ওমর মিয়া, দরবেশ মিয়া, আলাই মিয়া, মনাই মিয়া, এলেমান মিয়া, কয়ছর মিয়া, কনাই মিয়া, জতি ঘোষ, শ্রীকান্ত ধর, লক্ষী বালা, উপেন্দ্র ধর ও শুশান্ত ধরসহ ২৪টি পরিবার। আক্রান্তরা জানান, পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা প্রশাসন এখনো কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। প্রাথমিক অবস্থায় স্থানীয় ইউপি সদস্য ফকরুজ্জামান তার নিজ উদ্যেগে শুকনো খাবার ও তার জমিতে ঘর তৈরি করে থাকার ব্যবস্থা করছেন বলে জানান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন বলে জানান। অপরদিকে বৃহস্পতিবার সকাল থেকে গতকাল ভোররাত পর্যন্ত কমলগঞ্জের ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের ১২টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। উপজেলার রহিমপুর, কমলগঞ্জ, আদমপুর, ইসলামপুর ইউনিয়ন ও কমলগঞ্জ পৌরসভার চারটি এলাকায় ধলাই প্রতিরক্ষা বাঁধের দুই তীরে ছোট বড় ১২টি ভাঙন দেখা দেওয়ায় ওই এলাকার প্রায় ৫০০টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছেন। বন্যার পানিতে তলিয়ে যাওয়া ৫০ হেক্টর বোরো ফসলও ৫ হেক্টর আউস চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে ১৫০ পুকুর ও ফিসারির অর্ধ কোটি টাকার মাছ। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে শুকনো খাবার হিসাবে চিড়া, গুড়, দিয়াশলাই ও মোমবাতি বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজিজ মোহাম্মদ চৌধুরী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কর্তব্য ঠিক করা হবে।