তিন বছর পর অবশেষে কুষ্টিয়া শহরের সেই বাড়িটি দখলমুক্ত হচ্ছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে এরই মধ্যে বাড়ি থেকে মালপত্র বের করা শুরু হয়েছে। শহরের কোর্টপাড়া কাজী নজরুল ইসলাম সড়কে প্রায় ১৬ কাঠা জমিসহ একটি বাড়ি ২০১১ সাল থেকে জবরদখল করে রেখেছেন কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মমিজ। বাড়ি মালিক সিরাজুল ইসলামের অভিযোগ ২০১১ সালের ১ জানুয়ারি বাড়িটি ভাড়া নেন মমিজ। সে সময় মাসিক ৩৩ হাজার টাকা ভাড়ায় ১ বছরের জন্য চুক্তি করা হয়। পরে বাড়ি ভাড়া চাইতে গেলে মমিজ আজ না কাল বলে ঘুরাতে থাকে। সিরাজুল ইসলাম বলেন, বার বার ঘুরে বাড়ি ভাড়া না পেয়ে তারা মমিজের বিরুদ্ধে লিগ্যাল নোটিস দেন। এতে মমিজ ক্ষিপ্ত হয়ে ওঠেন। সিরাজুল ইসলামের ভাষায়, লিগ্যাল নোটিস পেয়ে মমিজ হুমকি দেন, 'আমি শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার সঙ্গে সব সময় ১০০-১৫০ লোক থাকে। আমার কাছে ভাড়া চাওয়ার সাহস হলো কি করে'। সিরাজুল অভিযোগ করে বলেন, সর্বশেষ গত ২৮ এপ্রিল বিকালে মমিজের কাছে ভাড়া চাইতে গেলে তিনি খুন করার হুমকি দেন। সিরজুল বলেন, তাদের বাড়িটি তিন বছর অবৈধভাবে জবর দখল করে রেখেছিলেন মমিজ।