শনিবার, ১০ মে, ২০১৪ ০০:০০ টা

এক পলক

সড়ক অবরোধ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ওয়ারেন্টভুক্ত মামলার আসামি গ্রেফতার করায় যুবলীগ কর্মীরা ভাঙচুর ও সড়ক অবরোধ করেছে। গতকাল সকাল সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলার ফকিরহাট এলাকার সেনবাগ-সোনাইমুড়ী সড়কে এ ঘটনা ঘটে।

-নোয়াখালী প্রতিনিধি

 

গণপিটুনিতে নিহত

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়ায় গণপিটুনিতে ইউনুস আলী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস হুগড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মৃত লস্কর আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। -টাঙ্গাইল প্রতিনিধি

 

জামায়াত নেতা গ্রেফতার

চট্টগ্রামের সাতকানিয়া থেকে জাহাঙ্গীর আলম নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার কেউচিয়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সাতকানিয়া থানার উপ-পরিদর্শক ইখতিয়ার উদ্দিন বলেন, জাহাঙ্গীরের বিরুদ্ধে যুবলীগ কর্মী জব্বার হত্যাসহ চারটি মামলা রয়েছে।

-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

উখিয়ায় ইয়াবা উদ্ধার

কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্ট এলাকায় গতকাল কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি বিজিবি।

-উখিয়া প্রতিনিধি

অজ্ঞান করে সর্বস্ব লুট
নোয়াখালী সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের লালানগর গ্রামের একই পরিবারের সাতজনকে অজ্ঞান করে সর্বস্ব লুটে নিয়েছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় ওই পরিবারের সদস্যদের নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-নোয়াখালী প্রতিনিধি

গণপিটুনিতে নিহত
টাঙ্গাইল সদর উপজেলার হুগড়ায় গণপিটুনিতে ইউনুস আলী (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। নিহত ইউনুস হুগড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের মৃত লস্কর আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। -টাঙ্গাইল প্রতিনিধি

প্রতিবাদ সভা
নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় প্রতিবাদ সভা হয়েছে। শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জ বাজারে প্রগতি সংসদে প্রতিবাদ সভায় প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত অপহরণ ও খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানান বক্তারা। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আমির হোসেন মেম্বার। বক্তব্য দেন প্যানেল মেয়র নজরুল ইসলামের শ্বশুর মো. শহিদুল ইসলাম প্রমুখ।
-সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিষ ঢেলে মাছ নিধন
চাঁদপুর শহরতলীর বাগাদী ইউপির খাজা আহমদিয়া নগর কৃষি ও মৎস্য খামারের পুকুরে বৃহস্পতিবার দিবাগত রাতে বিষ প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে ওই পুকুরের থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ১০ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। এ ঘটনায় চাঁদপুর মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
-চাঁদপুর প্রতিনিধি

কারখানায় অগ্নিকাণ্ড
পোশাক কারখানা, বসতঘর ও রিকশার গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ও গতকাল সকালে এ ঘটনা ঘটে। নগরীর চকবাজারে ফ্যাশন পার্ক ইন্টারন্যাশনাল লিমিটেডে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। আকবর শাহ মাজার এলাকায় অগ্নিকাণ্ডে রিকশার গ্যারেজ ও চারটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
-নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম




 

 

সর্বশেষ খবর