শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

বিচারপতিদের অভিসংশন আইন প্রত্যাহার দাবিতে ২০ দলীয় জোটের বিক্ষোভ

বরিশালে মিছিল করতে দেয়নি পুলিশ

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিচারপতিদের অভিসংশন আইন প্রত্যাহার দাবিতে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

সিলেট : নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দিলদার হোসেন সেলিম। আজমল বখত সাদেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন আবদুল কাইয়ূম জালালী পংকী, আলী আহমদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ।

বরিশাল : বরিশালে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলকে বিক্ষোভ মিছিল করতে দেয়নি পুলিশ। সকাল সাড়ে ১১ নগরীর সদর রোডের বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, আবুল হোসেন খান, কামরুল আহসান শাহিন, জিয়াউদ্দিন সিকদার জিয়া এবং আবুল কালাম শাহিনসহ অন্যরা। জামালপুর : সকালে শফি মিয়ার বাজারস্থ জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে বকুলতলায় জেলা ২০ দলীয় জোটের আহবায়ক পৌর মেয়র অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতা আমজাদ হোসেন, জামায়াত নেতা হারুনুর রশিদসহ ২০ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন। টাঙ্গাইল : শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। কৃষিবিদ শামছুল আলম তোফার নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কৃষিবিদ শামসুল আলম তোফা, ছাইদুল হক ছাদু, ফরহাদ ইকবাল, জিয়াউল হক শাহিন ও খন্দকার রাশেদুল আলম ।

নরসিংদী : সুলতান উদ্দিন মোল্লার সভাপতিত্বে বক্তব্য দেন তোফাজ্জাল হোসেন মাস্টার, সাবেক মহিলা এমপি রোকেয়া আহাম্মেদ লাকী, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর এলাহী, দীন মোহাম্মদ দীপু, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভূইয়া, মহসিন হোসেন বিদ্যুৎ, শানু রনি ফকির, আকরাম।

গাজীপুর : আহমেদ আলী রুশদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হাসান উদ্দিন সরকার, মীর হালিমুজ্জামান ননী, ডা. মাজহারুল আলম, কাজী মাহবুব উল হক গোলাপ, সাখাওয়াত হোসেন সবুজ।

পিরোজপুর : সকালে দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে সোনালী ব্যাংকের সামনে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য দেন গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, অ্যাড. মনিরুল ইসলাম।

কুড়িগ্রাম : শহরের জাহাজ মোড়ে সমাবেশে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চেয়ারম্যান, সফিকুল ইসলাম।

নাটোর : শহরের স্টেশন বাজার থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হকের নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতা-কর্মীরা মিছিল বের করে।

নোয়াখালী : বিএনপি নেতা হারুনুর রশিদ আজাদ, অ্যাডভোকেট আ. রহমান, মাহাবুব আলমগীর আলো, শহীদুল ইসলাম কিরণ, লিটন চৌধুরী, মোস্তাফিজুর রহমান, অ্যাডভোকেট শাহাদাত, ভিপি জসিম, জামায়াতের নেতা ইসমাইল হোসেন মানিক, অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট ইসমাইল মাহামুদের নেতৃত্বে মিছিলটি নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর বাজার গিয়ে শেষ হয়।

মানিকগঞ্জ : দুপুরে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে অ্যাড. আজাদ হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, তোজাম্মেল হক, শরীফ ফেরদৌস, কাজী রায়হান উদ্দিন টুকু, কাজী মোস্তাক হোসেন দিপু, মোস্তাফিজুর রহমান প্রিন্স। চুয়াডাঙ্গা : মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে গতকাল চুয়াডাঙ্গা চেম্বার ভবনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান। প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। বক্তব্য দেন জামায়াতের অ্যাডভোকেট মশিউল আলম ও বিএনপির মাহমুদুল হাসান খান বাবু। দিনাজপুর : বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন আলহাজ সোলায়মান মোল্লা, আব্দুল মান্নান সরকার, আব্দুল মোন্নাফ মুকুল, বখতিয়ার আহম্মেদ কচি, মকসেদুল ইসলাম টুটুল । গাইবান্ধা : গাইবান্ধায় জেলা বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে। বিএনপির জেলা কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে ফিরে যায়।

সর্বশেষ খবর