শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

যশোরে যুবদল কর্মী গাইবান্ধায় ভাইয়ের হাতে ভাই খুন

যশোরে যুবদল কর্মী গাইবান্ধায় ভাইয়ের হাতে ভাই খুন

যশোরে যুবদলের এক কর্মীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাইবান্ধায় ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ পাওয়া গেছে। পাবনা ও ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার করা হয়েছে দুই গৃহবধূর লাশ। এছাড়া ফরিদপুরে গণপিটুনিতে নিহত হয়েছেন এক ‘ডাকাত’।
যশোর : জেলা শহরের ঘোপ বেলতলা থেকে গতকাল যুবদল কর্মী আবদুল হাই আবদুল্লাহর গলায় গামছা পেঁচানো লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আবুল হোসেনের ছেলে। সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আবদুল্লাহ। পুলিশের ধারণা তাকে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে রেখেছে। গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার কাশদহ গ্রামে বড় ভাই আমিনুল ইসলাম ও মনু মিয়ার ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই বাবলু মিয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রংপুর মেডিকেলে গতকার দুপুরে তিনি মারা যান। এলাকাবাসী মনু ও তার ছেলে মঞ্জুকে পুলিশে সোপর্দ করেছেন। পাবনা : ঈশ্বরদীতে যৌতুকের জন্য ফারহানা আক্তার ইভাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঈশ্বরদী পৌর এলাকায় সোমবার রাতে এ খুনের ঘটনা ঘটে। স্ত্রী হত্যার অভিযোগে গতকাল স্বামী শাওন হোসেনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া : নবীনগরে শ্বশুরবাড়ি থেকে সোমবার সন্ধ্যায় এক গৃহবধূ শিমুল আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদপুর : সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মল্লিকপুরে গতকাল ভোরে গণপিটুনিতে ‘ডাকাত’ সদস্য সুজন মোল্যা নিহত হয়েছেন।

 

সর্বশেষ খবর