শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা
বয়স্ক ভাতা আত্মসাৎ

ইউপি চেয়ারম্যান ও ব্যাংক কর্তাসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নে বিধবা ও বয়স্ক ভাতার আড়াই লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান, তিন সদস্য ও এক ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শ্যামল সেনগুপ্ত সোমবার রাতে মামলাটি করেন। মামলার আসামিরা হলেন- সাতলা ইউপি চেয়ারম্যান রিয়াজউদ্দিন মোল্লা, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন, এনায়েত হোসেন বাচ্চু ও হরষিত মণ্ডল এবং কৃষি ব্যাংকের স্থানীয় হাবিবপুর শাখা ব্যবস্থাপক রমেশ চন্দ মণ্ডল।

সর্বশেষ খবর