শিরোনাম
বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

বিচারিক ক্ষমতা বাধাগ্রস্ত করা হচ্ছে

নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ১৯৭৫ সালের জানুয়ারিতে বাকশাল কায়েম করে শেখ মুজিব গণতন্ত্রকে জবাই করেছিলেন। সরকারের গুম-খুনের বিচার যাতে না হয়, সেজন্য বিচারপতিদের বিচারিক ক্ষমতা বাধাগ্রস্ত করা হচ্ছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিচারপতিদের অভিশংসন আইন প্রত্যাহার দাবিতে বগুড়ায় ২০ দলীয় জোটের মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গাজীপুরে সমাবেশ : গাজীপুর প্রতিনিধি জানান, একই কর্মসূচিতে জেলা বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে। আহমেদ আলী রুশদীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন হাসান উদ্দিন সরকার, মীর হালিমুজ্জামান ননী, ডা. মাজহারুল আলম প্রমুখ।
 

সর্বশেষ খবর