বুধবার, ২৭ আগস্ট, ২০১৪ ০০:০০ টা

জুট মিলের জেবিও অয়েল অবৈধ মবিল কারখানায়!

সিদ্ধিরগঞ্জের পদ্মা অয়েল ডিপো থেকে জেবিও অয়েল অবৈধ মবিল কারখানায় পাচারের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, বিদেশ থেকে আমদানি করা জেবিও অয়েল ব্যবহার হয়ে থাকে বিভিন্ন জুট মিলে। ডিপো থেকে এ তেল উত্তোলন করতে হলে প্রথমে ঢাকার ৬ নং পরিবাগের পদ্মা অয়েল কোম্পানির আঞ্চলিক অফিস থেকে জুট মিলের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়। কাগজপত্র ঠিক থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একটি টিম ওই মিলে সরজমিনে তদন্ত করে। তদন্তে  ওই মিলে কয়টি মেশিন রয়েছে এবং কত মাল উৎপাদন হয় এবং কতজন শ্রমিক কাজ করে থাকে এ বিষয়গুলো খতিয়ে দেখা হয়। সে অনুযায়ী প্রতি সপ্তাহে কতটুকু জেবি অয়েল প্রয়োজন তা নির্ধারণ করা হয়। পরবর্তীতে জুট মিলের ডিওর মাধ্যমে সরবরাহের অনুমতিপত্র দিয়ে থাকে কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ রয়েছে- ডিপো থেকে বিনা ডিওতে অথবা জুট মিলের চাহিদার চেয়ে বেশি ডিও করে বাকি জেবিও অয়েল বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
 

সর্বশেষ খবর