কক্সবাজরের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে জাহাজের ধাক্কায় এফভি বন্ধন নামে মাছধরা ট্রলার ডুবে এক জেলের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে তিনজনকে। নিখোঁজ রয়েছেন আরও ২৬ জন জেলে। নৌ-বাহিনীর তিনটি জাহাজ, একটি হেলিকপ্টার এবং কোস্টগার্ডের একটি জাহাজ তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। গতকাল ভোররাতে সেন্টমার্টিন দ্বীপের ২৭ নটিকেল মাইল গভীর বঙ্গোপসাগরে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. এম আশিকুর রহমান জানান, সাগরে জাহাজের ধাক্কায় ৩০ জেলেসহ মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। খবর পেয়ে সকাল ৮টায় বাংলাদেশ নৌ-বাহিনীর জাহাজ বিএন সমুদ্র জয় ঘটনাস্থলে গিয়ে এক জেলের লাশ ও তিনজনকে জীবিত উদ্ধার করে। তবে ২৬ মাঝি মাল্লার ভাগ্যে কি ঘটেছে- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।