দুই দিন আগে অপহৃত এক যুবককে যশোর জেলা যুবলীগের অর্থ সম্পাদক ফিরোজ আলমের আস্তানা থেকে উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এ ঘটনায় গতকাল যুবলীগ নেতা ফিরোজসহ চারজনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার কাজীপুর পশ্চিমপাড়ার ডা. আবদুর রাজ্জাকের ছেলে নান্টুকে অপহরণ করে দুর্বৃত্তরা। এ ব্যাপারে নান্টুর ভাই জি এম মামুন হাসান তিনজনকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। পরে র্যাব ও পুলিশের দুটি টিম যৌথভাবে অভিযান শুরু করে। যশোরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল উদ্দিন জানান, নান্টুর মুঠোফোন ট্র্যাক করে তার অবস্থান নিশ্চিত হয়ে রাত ১২টার দিকে শহরের কাজীপাড়ার আলী মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে নান্টুকে উদ্ধার ও তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন জেলা যুবলীগের অর্থ সম্পাদক ফিরোজ আলম, তার সহযোগী প্লাবন ও অরেঞ্জ। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, রাতেই অপহরণ পরিকল্পনার মূল নায়ক শহরের স্বর্ণপট্টির সোনা বাবুকে আটক করে র্যাব। ভিকটিম ও অপহরণকারীদের প্রথমে র্যাব কার্যালয়ে নেওয়া হয়। পরে তাদের যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করে র্যাব।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বাড়িটি দখল করে যুবলীগ নেতা ফিরোজ আলম গোপন আস্তানা হিসেবে ব্যবহার করছিলেন। পুলিশ জানায়, অভিযানের সময় আস্তানা থেকে গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।