ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আম বয়ানের মধ্যদিয়ে টঙ্গীর তুরাগ নদের তীরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। প্রথম দিনে গতকাল অনুষ্ঠিত হয় বৃহত্তম জুমার জামাত। ইজতেমায় অংশগ্রহণকারী লাখ লাখ মুসল্লি ছাড়াও পার্শ্ববর্তী এলাকার হাজার হাজার মানুষ এই জামাতে শরিক হন। বিশ্বের ১০টি দেশের প্রায় ২ হাজার প্রতিনিধিসহ লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া জোড় ইজতেমার জুমা জামাতে ইমামতি করেন ঢাকার কাকরাইল জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা যোবায়ের। এর আগে বাদ ফজর উর্দু ভাষার বয়ানের বাংলা তরজমা করেন বাংলাদেশি মাওলানা মুনির বিন ইউসুফ। এদিকে প্রথম দিনের ইজতেমা ময়দানে পকেট মার ও ছিনতাইকারীদের উৎপাত ছিল বলে অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে বলে অনেকে মন্তব্য করেছেন।