শনিবার, ২৯ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে কৃষক বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরায় মেঘনা-তীরবর্তী কৃষকের ফসলি জমির মাটি কেটে নেওয়ার প্রতিবাদে গতকাল ১০ গ্রামের হাজার হাজার কৃষক নদীতীরে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় জাতীয় পার্টির নেতা চান মিয়া ও নান্নু মিয়া কয়েক মাস ধরে কৃষকের ফসলি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন। প্রশাসনকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় গতকাল তারা বিক্ষোভ ও মানববন্ধন করেন। এ ব্যাপরে চান মিয়া ও নান্নু মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, ইজারা নিয়েই তারা বালু উত্তোলন করছেন। সোনারগাঁর ইউএনও বলেন, বালু উত্তোলনকারীদের সীমানা নির্ধারণ করে দেওয়া হয়েছে। সীমানা অতিক্রম করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 

সর্বশেষ খবর