রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

শাবির হলে তল্লাশি বিপুল অস্ত্র উদ্ধার

সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তিনটি হলে তল্লাশি চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের অনুরোধক্রমে নগরীর জালালাবাদ থানা পুলিশ গতকাল এই তল্লাশি চালায়। বিশ্ববিদ্যালয়ের হলে থাকা অছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং কোনো ধরনের অস্ত্রশস্ত্র আছে কি না তা দেখতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। জানা যায়, দুপুর ১২টা থেকে হল প্রভোষ্টদের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল হোসেনের নেতৃত্বে টানা ৬ ঘণ্টার তল্লাশিতে উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৫৫টি রামদা, ৮১টি পাইপ, ১২৪টি রড, ১০টি ছুরি ও একটি চায়নিজ কুড়াল। বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল, বঙ্গবন্ধু হল ও সৈয়দ মুজতবা আলী হলে এই তল্লাশি অভিযান চালানো হয়। তবে শাহপরান ও বঙ্গবন্ধু হল থেকেই এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। তল্লাশিতে শাহপরান হলের প্রভোষ্ট আশরাফুল আলম, বঙ্গবন্ধু হলের প্রভোষ্ট অধ্যাপক আব্দুল গণি ও মুজতবা আলী হলের প্রভোষ্ট সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন উপস্থিত ছিলেন। হলে তল্লাশির বিষয়টি নিশ্চিত করেছেন মুজতবা আলী হলের প্রভোষ্ট সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন। এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন হল তল্লাশির বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশকিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব অস্ত্র কোথা থেকে এলো, কারা আনল তা তদন্ত করে দেখা হবে।

সর্বশেষ খবর