রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

উন্নয়ন প্রকল্পের টাকা ভাগবাটোয়ারা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে ১৮টি প্রকল্প দেখিয়ে অর্থ আত্দসাতের অভিযোগ পাওয়া গেছে। গত ৯ সেপ্টেম্বর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানের সভাপতিত্বে সাধারণ সভায় পরিষদের ভিতরে উন্নয়নমূলক কাজের জন্য ছয়টি এবং ১২ ইউনিয়নে ১২টি প্রকল্পের সিদ্ধান্ত গৃহীত হয়। অভিযোগ রয়েছে, উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও উপজেলা প্রকৌশলী ছয়টি প্রকল্পের অর্থ আত্দসাৎ এবং ১২টি ইউনিয়নের প্রকল্পের বরাদ্দ থেকে ৩০ শতাংশ টাকা ভাগাভাগি করে নিয়েছেন। ১২টি ইউনিয়নে কোনো কাজ না করে ইউপি চেয়ারম্যানরা এই টাকা নিজেদের পকেটস্থ করেছেন।

ইউএনও আবু সাঈদ বলেন, 'কিছু ইউনিয়নে কাজ হয়েছে। আমি কয়েকটি ইউনিয়ন পরিদর্শন করেছি। বাকিগুলোতে যাওয়া হয়নি।' উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান জানান, প্রকল্পের জন্য কোনো বাড়তি টাকা নেওয়া হয়নি। চেয়াম্যানরা সভায় কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ কাজ না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরিষদের ভিতরে কাজ চলছে।

সর্বশেষ খবর