রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা
বিভিন্ন স্থানে আরও ৫

কুমিল্লা ও সাভারে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

কুমিল্লা ও ঢাকার সাভারে সড়ক দুর্ঘটনায় দুজন করে নিহত হয়েছেন। এছাড়া একই দুর্ঘটনায় বিভিন্ন স্থানে আরও পাঁচজনের প্রাণহানি ঘটেছে। কুমিল্লা : চান্দিনার দোতলা এলাকায় গতকাল কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে অ্যাম্বুলেন্স চালক আলী আকবর নিহত হয়েছেন। তিনি ঢাকার যাত্রাবাড়ি থানার কুতুবখালীর বাসিন্দা। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ পাঁচজন। এদিকে জেলার মনোহরগঞ্জে বাসের সঙ্গে সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক নিহত ও বাসের পাঁচ যাত্রী আহত হয়েছেন। নিহত পিকআপচালক মানিক মিয়া চান্দিনা উপজেলার মাইজখার গ্রামের আবদুস সাত্তারের ছেলে। সাভার :  সাভারে যাত্রীবাহী বাস ও ট্রাকচাপায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে কলমা-সিএন্ডবি ও সকালে নবীনগর-কালিয়াকৈর মহাসড়কে এ দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিজানুর রহমান ও বিউটি আক্তার। চট্টগ্রামে পুলিশের দুই গাড়ির সংঘর্ষে একজন নিহত :  চট্টগ্রামে জেএমবির আসামি বহনকারী পুলিশ ভ্যানের ধাক্কায় মিরসরাই থানা পুলিশের ভ্যান দুর্ঘটনার কবলে পড়ে মোহাম্মদ আলী নামের ১ পুলিশ সদস্য নিহত এবং চারজন মারাত্মক আহত হয়েছেন। আহতরা হলেন  মিরসরাই থানার এসআই মোস্তাফিজুর রহমান, কনস্টেবল আলমগীর, শিব্বির  হোসেন এবং পুলিশ ভ্যানের চালক আবদুল হক। গতকাল সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান নামক স্থানে এ দুর্ঘটনায় ঘটে। মিরসরাই থানার ওসি ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে হালিশহর থানার পোর্ট কানেকটিং রোডে গতকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে বাসের সহকারী হানিফ নিহত হয়েছেন। সৈয়দপুর : নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনালে শুক্রবার রাতে আশরাফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। টেকনাফ : কক্সবাজার-টেকনাফ মহাসড়কে চাঁদের গাড়ি (জিপ)-সিএনজি সংঘর্ষে মো. জাবের নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝিনাইগাতী : শেরপুর-ঝিনাইগাতী সড়কে বাজিতখিলায় শুক্রবার রাতে রফিক নামে এক ব্যক্তি মারা গেছেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

সর্বশেষ খবর