রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

'রাঙামাটিতে মেডিকেল কলেজে কার্যক্রম স্থগিত করা হবে না'

তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু বলেছেন, রাঙামাটি মেডিকেল কলেজ স্থানান্তর করার পরিকল্পনা জনগণ মেনে নেবে না। গুটিকয়েক সশস্ত্র সন্ত্রাসীর দাবির পরিপ্রেক্ষিতে রাঙামাটিতে মেডিকেল কলেজ কার্যক্রম স্থগিত করা হবে না। পার্বত্য চুক্তি পূর্ণ বাস্তবায়ন না হলে রাঙামাটি মেডিকেল কলেজ স্থাপন করা যাবে না, এ অভিযোগ ভিত্তিহীন। শান্তিচুক্তির কোথাও এ কথা লেখা নেই। রাঙামাটিতে নিজ বাসভবনে গতকাল স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় এমপি এসব কথা বলেন। সভায় উপস্থিতি ছিলেন, একেএম মকছুদ আহমেদ, সুনীল কান্তি দে, শামসুল আলম, আনোয়ার আল হক প্রমুখ।

ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন : এদিকে পাহাড়ি ছাত্র পরিষদের কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। শনিবার শহরের স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, প্রগতিশীল সংগঠন হিসেবে ছাত্র ইউনিয়ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের বিরোধিতা করতে পারে না। পাহাড়ী ছাত্র পরিষদ ছাত্র ইউনিয়নকে সাম্প্রদায়িক হিসেবে আখ্যায়িত করা দুঃখজনক। ছাত্র ইউনিয়ন এর তীব্র নিন্দা জানায়।

সর্বশেষ খবর