রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

বিএসএফের গুলি গ্রেনেডে তিন বাংলাদেশি আহত

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্তে গতকাল ভোররাতে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তারা হলেন, পুটখালী গ্রামের মিজানুর রহমানের ছেলে ফারুক হোসেন (২০) ও কাগজ পুকুর গ্রামের আলী আহমেদের ছেলে আলমগীর হোসেন (২৫)। ফারুককে শার্শা স্বাস্থ্য কমপ্লেঙ্ ও আলমগীরকে শার্শা বাজারের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ভোররাতে পুটখালী চরের মাঠ এলাকায় গরু আনতে যান কয়েকজন রাখাল। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ এলোপাতাড়ি গুলি ছুড়লে ফারুক ও আলমগীর আহত হন। অন্য রাখালরা তাদের হাসপাতালে নিয়ে যান।

কুড়িগ্রামের ফুলবাড়ীর বালারহাট সীমান্তে বিএসএফের ছোঁড়া রাবার হ্যান্ডগ্রেনেডে গতকাল বাংলাদেশি শিশু সিয়াম (৭) আহত হয়েছে। সে বালাতাড়ী গ্রামের শহীদুল ইসলামের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। এ ঘটনায় সীমান্তে উত্তেজনা দেখা দিলে দুপুরে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক হয়। এতে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ। সিয়ামের বাবা শহিদুল জানান, প্রচণ্ড ঠাণ্ডার কারণে নারী-শিশুসহ ১৪/১৫ জন সকালে রোদে বসে ছিলেন। হঠাৎ বোমার শব্দ শুনে সবাই পালিয়ে যায়। এ সময় সিয়ামের কপালে স্পিন্টার লেগে ক্ষতের সৃষ্টি হয়।

সর্বশেষ খবর