রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

টমেটো পচছে চাষির উঠানে

টমেটো পচছে চাষির উঠানে

ক্রেতা নেই। খেত থেকে তুলে আনা টমেটো তাই ফেলে দিচ্ছেন চাষিরা -বাংলাদেশ প্রতিদিন

রাজশাহীর গোদাগাড়ী টমেটো চাষের জন্য বিখ্যাত। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কদর আছে এখানকার টমেটোর। কিন্তু টানা অবরোধে দ্বিগুণ ট্রাক ভাড়া গুনেও টমেটো ভর্তি গাড়ি ঢাকায় ঢুকতে পারছে না। তাই শত শত মণ টমেটো কৃষকের উঠানেই পচে যাচ্ছে। ফলে চলতি মৌসুমে শত কোটি টাকা ক্ষতির শিকার হয়েছেন এখানকার টমেটো চাষিরা। উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, অবরোধের আগেও গোদাগাড়ীতে প্রতি মণ পাকা টমেটো ৩৫০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে গোদাগাড়ীতে এখন আর টমেটোই কিনছেন না স্থানীয় ব্যবসায়ীরা। উপজেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে গোদাগাড়ীতে দুই হাজার ৭৬০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের টমেটোর চাষ হয়েছে। প্রতি বছর এখানে টমেটোকেন্দি ক প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা হয়।

 

সর্বশেষ খবর