রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

মানুষ পুড়িয়ে মারার রাজনীতি প্রতিহত করুন : মির্জা আজম

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, এখন জ্বালাও, পোড়াও, সন্ত্রাসের সময় নয়, এখন উন্নয়নের সময়। বর্তমান সরকার ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আর যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে বিএনপি মানুষ পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। যেকোন মূল্যে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়নবিরোধী এই শক্তিকে রুখতে হবে। প্রতিমন্ত্রী বলেন, সরকার শিক্ষাক্ষেত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। নজিরবিহীনভাবে দেশে এক সঙ্গে নতুন ১২টি মেডিকেল কলেজের ক্লাস শুরু হয়েছে। শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে অনার্স ও মাস্টার্সে সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ মুজাহিদ বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট বাকী বিলস্নাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি আবু জাফর শীষা, অধ্যাপক হারুনুর রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।

সর্বশেষ খবর