রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

এক পলক

মার্কেটে আগুন

সিলেটের বিয়ানীবাজারে একটি মার্কেটে অগি্নকাণ্ডে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা। বিয়ানীবাজার পৌর শহরের ইনার কলেজ রোডে গতকাল ভোররাতে এ অগি্নকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।

-নিজস্ব প্রতিবেদক, সিলেট

ডায়রিয়ার প্রাদুর্ভাব

পটুয়াখালীর কলাপাড়ায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত সাত দিনে এ রোগে আক্রান্ত হয়েছেন শতাধিক লোক। এর মধ্যে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ জন। এদের বেশির ভাগ শিশু ও বৃদ্ধ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল রহিম জানান, ভয়ের কিছু নেই। পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে।

-কলাপাড়া প্রতিনিধি

ডিজিটাল মেলা

নীলফামারীতে গতকাল শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। শহরের উন্মুক্ত মঞ্চে গতকাল বিকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর মেলার উদ্বোধন করেন। জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান প্রমুখ। -নীলফামারী প্রতিনিধি

বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুড়িগ্রামের রৌমারী উপজেলার পাওয়ার গ্রামে গতকাল বজ্রপাতে কৃষক রিয়াজুল হকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। দুপুরে উপজেলার পাওয়ার গ্রামে খেতের সরিষা তোলার সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। -কুড়িগ্রাম প্রতিনিধি

স্মারকলিপি

পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার সন্ধ্যায় চারঘাট, বাঘা ও আড়ানী পৌরসভায় কর্মরতরা প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের আড়ানীর বাড়িতে এ স্মারকলিপি দেন। এ সময় সময় উপস্থিত ছিলেন বাঘা পৌরসভার হাসান আলী, আড়ানী পৌরসভার আসাদ উজ জামান, চারঘাট পৌরসভার মাসুদ রানাসহ অন্যরা। প্রতিমন্ত্রী স্মারকলিপি গ্রহণ করে এ বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কথা বলার আশ্বাস দেন।

-নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

একাডেমিক ভবন উদ্বোধন

শনিবার দুপুরে কুমিল্লার দাউদকান্দির বরকোটা স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি। এ সময় উপস্থিত ছিলেন ড. কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, ড. আব্দুল মান্নান জয়, আবুল হাসেম সরকার, অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

-দাউদকান্দি প্রতিনিধি

এক হাজার কম্বল বিতরণ
শনিবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডেমরা শাখার উদ্যোগে আমতলায় এক হাজার দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। থানা  শাখার  সহ-সভাপতি আলহাজ এমদাদুল হকের সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের রাজনৈতিক উপদেষ্টা ও ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. আশরাফ আলী আকন্দ।
-রূপগঞ্জ প্রতিনিধি
পর্নো সিডি ব্যবসায়ীকে দণ্ড
সিদ্ধিরগঞ্জের বটতলা রসুলবাগ এলাকার পর্নো সিডি ব্যবসায়ী মিজানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে র‌্যাব-১১-এর এসআই হারুনের নেতৃত্বে একটি দল রসুলবাগ এলাকায় অভিযান চালিয়ে ১০২ পিস পর্নো সিডিসহ মিজানকে গ্রেফতার করে। পরে শনিবার দুপুরে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা গাউছুল আজম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই জরিমানা করেন।
-সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
 

 

 

সর্বশেষ খবর