রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

সেপটিক ট্যাঙ্কিতে আটকা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারে সেপটিক ট্যাঙ্কিতে কাজ করার সময় ভিতরে আটকা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল তাদের মৃতদেহ উদ্ধার করে। সাভারের বলিয়াপুরের নগরকুণ্ডা মহল্লায় মোহাম্মদ আলীর বাড়ির সেপটিক ট্যাঙ্কিতে কাজ করতে গিয়ে গতকাল এ ঘটনা ঘটে। তবে মৃতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও বাড়ির মালিক জানান, হেমায়েতপুর থেকে আসা দুই শ্রমিক দৈনিক ৩৫০ টাকা চুক্তিতে সকালে সেপটিক ট্যাঙ্কি পরিষ্কারের কাজ শুরু করেন। বেলা ২টার দিকে এক শ্রমিক ওই ট্যাঙ্কিটির ভিতরে প্রবেশ করেন। এক ঘণ্টা পার হয়ে গেলেও তার সাড়াশব্দ না পেয়ে অন্য শ্রমিকও তাকে উদ্ধারের জন্য নামলে তিনিও ট্যাঙ্কির ভিতর আটকা পড়েন। বিকাল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের উদ্ধারের চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করতে না পেরে তারা ডুবরিদের খবর দেন। পরে ডুবুরিরা ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৩টার দিকে শ্রমিকদের মরদেহ উদ্ধার করেন।

 

 

সর্বশেষ খবর