রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ব্যবসায়ীর দেয়াল গুঁড়িয়ে দিয়ে রড সিমেন্ট লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে কথা না বলে কাজ করায় এক ব্যবসায়ীর জমিতে নির্মিত পাকা দেয়াল গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই জমিতে থাকা বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে রড ও সিমেন্টসহ মালপত্র লুটে নিয়ে যায় তারা। উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় গতকাল এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আরেফিন হোসেন জানান, তিনি বিরাব এলাকায় শিল্পপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ৮৮ শতাংশ জমি কেনেন। দেড় মাস আগে তাকে আল-আমিন, বিপ্লব, শিবলীসহ কয়েক সন্ত্রাসী ওই জমিতে কাজ করতে হলে তাদের লিডারের সঙ্গে কথা বলে নিতে হবে বলে জানিয়ে দেয়। এ ঘটনায় আরেফিন রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরিও করেন। এক সপ্তাহ আগে তিনি তার জমিতে পাকা দেয়াল নির্মাণ ও বিভিন্ন প্রজাতির গাছ লাগান। এ ছাড়া শিল্পপ্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে ভবন নির্মাণ কাজ শুরু করেন। গতকাল দুপুরে ওই সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে পাকা দেয়াল গুঁড়িয়ে দেয়। বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলে। রড, সিমেন্টসহ মালপত্র লুটে নেয়। রূপগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর