রবিবার, ১৮ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ৯ গ্রাম, আহত ২৫

গাজীপুরের কাপাসিয়ায় গতকাল ভোরে মাঘের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় নয়টি গ্রাম। বিধ্বস্ত হয় একটি মাধ্যমিক বিদ্যালয়, দাখিল মাদ্রাসা, জামে মসজিদসহ ৩০টি কাঁচা-পাকা ঘর। এ সময় আহত হন অন্তত ২৫ জন। বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন অনেকে। জানা যায়, গতকাল ভোর ৪টার দিকে কাপাসিয়ার বর্জাপুর, ভিখারটেক, কুশদি, জালারচর, চরদুর্লভখা, দিঘাব, শেলদিয়া, পাঁচুয়া, বর্জাপুর ও পার্শ্ববর্তী মনোহরদীর লেবুতলা, তাদারদি গ্রামের ওপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়। এ সময় ৩০-৩৫টি ঘর, ঘরের চালা লণ্ডভণ্ড হয়। ভেঙে যায় শত শত গাছ। ওই এলাকার ইসলামতাজ দাখিল মাদ্রাসা ও বর্জাপুর চৌরাস্তা জামে মসজিদের টিনের চালাও ফেলে দেয় ঘূর্ণিঝড়।

 

 

সর্বশেষ খবর