শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

টঙ্গীতে বেতনের দাবিতে বিক্ষোভ

টঙ্গীর গাজীপুরা খরতৈল ট্রামস কম্পোজিট নিট কারখানায় বকেয়া বেতনের দাবিতে গত দুই দিন ধরে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। ঘটনার সময় আন্দোলনরত ১০ শ্রমিককে পিটিয়ে আহত করে শিল্প পুলিশ। আহতরা হলেন শ্রমিক হৃদয়, সোলায়মান, হালিমা, লিপি, মাসুদ, শাহআলম, শফিকুল ইসলাম। অন্যদের নাম জানা যায়নি। এ ঘটনায় শ্রমিকদের মাঝে উত্তেজনা বিরাজ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকরা জানান, কর্তৃপক্ষ দেড়শতাধিক শ্রমিককে ফেব্রুয়ারির বকেয়া বেতন নিয়ে টালবাহানা করছে। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে। শ্রমিক হৃদয়, সোলায়মান জানান, বেতনের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করলে শিল্প পুলিশ মালিকের পক্ষ নিয়ে অযথা আমাদের ওপর লাঠিচার্জ ও রাবার বুলেট ছোড়ে।

সর্বশেষ খবর