শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় আটজন নিহত, আহত ৪৩

রংপুরে তিনজনসহ বিভিন্ন স্থানে গতকাল সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন ৪৩ জন।

রংপুর : রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের মিরবাগে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১০টা ৩৫ মিনিটে রাজশাহী থেকে লালমনিরহাটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থলে আহত ২৫ জনের মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ ও কাওনিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১০ জন ভর্তি রয়েছেন। কক্সবাজার : চকরিয়ায় চেয়ার কোচ ও মোটরসাইকেল সংঘর্ষে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১০ জন। নিহতরা হলেন- গিয়াস উদ্দিন বাবুল ও মোবারক আলী। গাজীপুর : গাজীপুরে যাত্রীবাহী লেগুনা উল্টে এক নারী পথচারী নিহত এবং লেগুনার অন্তত ৮ যাত্রী আহত হয়েছেন। নিহতের নাম আছিয়া বেগম। তিনি টাঙ্গাইলের ঘাটাইল থানার পাড়াগ্রামের আবুল মন্ডলের স্ত্রী। সিরাজগঞ্জ : তাড়াশে ভটভটি উল্টে টুনি খাতুন নামে এক নারী কৃষি শ্রমিক নিহত হয়েছেন। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুলতানপুর গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। নওগাঁ : মহাদেবপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত মোমিন হোসেন জেলার পোরশা উপজেলার মুর্শিদপুর গ্রামের মফিজ উদ্দীনের ছেলে।

 

সর্বশেষ খবর