শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

ফলক থেকে মুজাহিদ নাম ভেঙে ফেলেছে ছাত্রলীগ

স্বাধীনতা দিবসে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম লেখা একটি ফলক ভাঙচুর করেছে কিশোরগঞ্জ ছাত্রলীগ। গতকাল বেলা ১১টায় জেলা শহরের গাইটাল এলাকায় সরকারি বালিকা শিশু পরিবার ভবনের নামফলকের অংশবিশেষ ভেঙে যুদ্ধাপরাধী মুজাহিদের নাম তুলে ফেলেন তারা। জেলা ছাত্রলীগ সভাপতি শফিকুল গণি ঢালি লিমন ও সাধারণ সম্পাদক আশরাফ আলীর নেতৃত্বে প্রায় ৫০ জন নেতাকর্মী একাত্তরের বদর নেতার নাম উঠিয়ে দেওয়ার কাজে অংশ নেন। প্রস্তরফলকে যুদ্ধাপরাধী মুজাহিদের নামের অংশ ভেঙে দেওয়া হলেও এম ওসমান ফারুকের নাম লেখা অংশটি অক্ষত রয়েছে। এ অংশে কোনো ভাঙচুর করেননি ছাত্রলীগ নেতাকর্মীরা। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল গণি ঢালি লিমন বলেন, 'কিশোরগঞ্জের মাটিতে কোনো রাজাকারের নাম থাকতে দেওয়া হবে না।'

সর্বশেষ খবর