মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রবাসী নিহত

সোমবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষে প্রবাসী যুবক খুন হয়েছেন। পাকশিমূল ইউনিয়নের হরিপুর গ্রামের মুক্তার মিয়ার সঙ্গে ষাটবাড়িয়া গ্রামের আব্দুল কুদ্দুস মাস্টারের বিরোধ চলছিল। বেশ কিছুদিন আগে আব্দুল কুদ্দুস হরিপুর গ্রামের ওপর দিয়ে উপজেলা সদরে আসার সময় মারধর করে মুক্তার মিয়ার লোকজন। রবিবার দুপুরে মুক্তার মিয়ার ভাই আক্তার মিয়া ষাটবাড়িয়া গ্রামের পাশে মেঘনা নদীতে মাছ ধরতে যান। এ সময় ষাটবাড়িয়া গ্রামের লোকজন আক্তার মিয়াকে বেধড়ক মারধর করে। এর জের ধরে সোমবার সকাল সাড়ে ৮টায় উভয় গ্রামের  লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে সদ্য সৌদি আরব থেকে ফেরা জাকির হোসেনকে বল্লম দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মারা যান।  আহতদের মধ্যে আক্কাছ মণ্ডলকে ঢাকায় পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর