মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা
চাঁদাবাজির মামলা

আওয়ামী লীগ নেতা ৭ দিনের রিমান্ডে

ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক, বিতর্কিত নেতা মোকাররম মিয়া বাবুকে একটি চাঁদাবাজি মামলায় সাত দিনের রিমান্ড দিয়েছে ফরিদপুর ১ নম্বর বিচারিক আদালতের বিচারক হামিদুল ইসলাম। গতকাল দুপুরে মোকাররম মিয়া বাবুকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ফরিদপুরের মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরোয়ার হোসেন সান্টুর করা ২০ লাখ টাকা চাঁদাবাজির মামলায় এ রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ২৩ এপ্রিল ঢাকার রমনা থানা পুলিশ একটি চাঁদাবাজির মামলায় মোকাররম মিয়া বাবুকে আটক করেছিল। পরে তাকে ফরিদপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফরিদপুরে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত নেতা মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে গত এক সপ্তাহে ফরিদপুর কোতোয়ালি থানায় ৫টি চাঁদাবাজি ও ১টি ধর্ষণ মামলা হয়েছে।

 

সর্বশেষ খবর