মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তার চেক পেল শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আর্থিক সহায়তায় স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে রবিবার উপবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

হবিগঞ্জ : জেলার ২২টি কলেজ ও মাদ্রাসার এক হাজার ৯৯২ শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে। রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জয়নাল আবেদীন। ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজে উপবৃত্তির টাকা তুলে দেন ইউএনও মোহাম্মদ আহসান হাবীব। বিভিন্ন কলেজের ৮৯৬ শিক্ষার্থীকে উপবৃত্তির টাকা তুলে দেওয়া হয়। ভালুকা : ভালুকা ডিগ্রি কলেজের হলরুমে কলেজের অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে ভালুকা উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ৫১৭ শিক্ষার্থীর মাঝে ৪ হাজার ৯০০ টাকা করে বৃত্তি প্রদান করা হয়। স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এম আমান উল্যাহ ওই বৃত্তি প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম পিন্টু, পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান মনিরা সুলতানা মনি প্রমুখ।

সর্বশেষ খবর