মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

বিভিন্ন স্থানে ভবনে ফাটল

শনিবার ও রবিবারের কয়েকদফা ভূমিকম্পে দেশের বিভিন্ন স্থানে ভবন হেলে পড়া ও ফাটলের ঘটনা ঘটেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

বগুড়া : শহরের জলেশ্বরীতলা এলাকার লাকি স ড্রীম নামের ৬ তলা ভবনটি পাশের চারতলা ভবনের সানসেডের সঙ্গে লেগে যায়। ওই ভবনে একটি বেসরকারি অফিস ছাড়াও বেশ কয়েকটি পরিবার বাস করেন। চাঁপাইনবাবগঞ্জ : শহরের হরিমোহন গাবতলা মোড় এলাকায় একটি নতুন বহুবতল ভবন সামান্য হেলে পড়েছে। যশোর : শহরের শহরের দড়াটানার কাছে হাজী মুহম্মদ মহসিন সড়কে হোটেল ম্যাঙ্ ভবনটি হঠাৎ হেলে যায়। সিরাজগঞ্জ : শহরের মুজিব সড়স্থ সনি আবাসিক এলাকায় গড়ে ওঠা একটি চারতলা ভবন হেলে পড়েছে। দিনাজপুর : বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউপির তুলসিপুর করিমপুর প্রাথমিক বিদ্যালয়ে ভবনটি দেবে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং তৃতীয় তলায় বিজ্ঞান ভবনে ফাটল দেখা দিয়েছে। বাগেরহাট : সদরের কাড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দিয়েছে। গাইবান্ধায় : সাদুল্যাপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫টি শ্রেণি কক্ষের দেয়াল ও ছাদে ফাটল দেখা দেয়। টাঙ্গাইল : মির্জাপুরে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের দুটি আবাসিক হলে ফাটল দেখা দেয়।

সর্বশেষ খবর