মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

এক পলক

ভাঙ্গায় সেতুর ঢালাই ধসে শ্রমিক নিহত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের ভদ্রখালী খালের উপর নির্মাণাধীন সেতুর ঢালাই ধসে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনায় নিহত শ্রমিক হেলাল উদ্দিনের (২২) বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায়।
সিরাজগঞ্জে দুই শ্রমিক আহত : সিরাজগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ছাদ ঢালাইয়ের সময় ধসে গেছে। এতে দুই শ্রমিক গুরুতর আহত হয়েছে। তারা হলেন  নির্মাণশ্রমিক সাদেক হোসেন ও আমির হোসেন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
-ভাঙ্গা ও সিরাজগঞ্জ প্রতিনিধি

খাদ্যে বিষক্রিয়ায় বৃদ্ধার মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার নিজ গাছতলা এলাকায় সিরাজ বয়াতীর বাড়িতে খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ একই পরিবার ৮ জনের মধ্যে লাইলি বেগম (৫৫) মারা গেছেন। রবিবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় লাইলী বেগমের পুত্রবধূ অন্ত:সত্ত্বা পিংকি, জো্যস্না, সাহেলা, মিতু ও তাদের সন্তান ফরিদা, ফারজানা ও শান্ত চাঁদপুর ২৫০ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

-চাঁদপুর প্রতিনিধি

অপহৃত নৈশপ্রহরী উদ্ধার

অপহরণের চারদিন পর গতকাল ভোরে নৈশপ্রহরী ওসমান আলীকে (৫৫) ঝিনাইদহ সদর উপজেলার নারিকেল বাড়িয়া থেকে উদ্ধার করেছে পুরিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের আবুল কাশেমকে (৫০) আটক করেছে।

-ঝিনাইদহ প্রতিনিধি

বজ্রপাতে কিশোর নিহত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কটকগাছা গ্রামে গতকাল বজ্রপাতে মামদ আলী (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হযরত আলীর ছেলে।

-গাইবান্ধা প্রতিনিধি

ওরস

নানা আয়োজনে জামালপুরে উপমহাদেশের প্রখ্যাত আধ্যাত্দিক সাধক খাজা মঈনুদ্দিন চিশ্তী (রহ:) এর ওফাত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবি ও সোমবার জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আজমীরগঞ্জ দরবার শরীফে ভক্ত সমাবেশ, মিলাদ, ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়। চিশতীয়া তরিকার কয়েক হাজার ভক্ত এতে অংশ নেন।

-জামালপুর প্রতিনিধি

বিনামূল্যে চিকিৎস্যা

আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার ভালুকা উপজেলার জামিরদিয়া আব্দুল গনি মাস্টার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমৃদ্ধি কর্মসূচির আওতায় স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অংশ হিসাবে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। ডা. সাজ্জাতুল কবির সবুজ, ডা. রাবেয়া সিদ্দিকা, ডা. আতাউল হক রাসেল, ৩৮ জন স্বাস্থ্যসেবিকা, ৫ জন স্বাস্থ্য সহকারী দিনব্যাপী চিকিৎসা সেবা দেন। উপস্থিত ছিলেন পিএসসির সদস্য সৈয়দ হাসিনুর রহমান, আসপাডার নির্বাহী পরিচালক আব্দুর রশিদ ও কো-অর্ডিনেটর আসিফ রায়হান তপন প্রমুখ। ৩২০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

-ভালুকা প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে খামার মালিকের মৃত্যু

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ডাবলু মোল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ডাবলু মুরগীর খামার মালিক। তিনি পশ্চিম মাধনগর (জোয়ানপুর) গ্রামের মৃত নাসির উদ্দিন মোল্লার ছেলে।

অপরদিকে রোববার রাতে ঘুমানোর সময় মশারিতে আগুন লেগে নাটোর শহরের পালপাড়া এলাকায় নীলিমা নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

-নাটোর প্রতিনিধি
স্কুলছাত্রীকে ধর্ষণ
কেরানীগঞ্জে ১২ বছর বয়সের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মেয়েটি স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। রবিবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। রাতেই পুলিশ অভিযুক্ত সিরাজুল ইসলামকে আটক করে। সোমবার সকালে মেয়েটির বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সাত দিনের রিমান্ড চেয়ে আসামিকে ঢাকা জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।
-কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
স্মারকলিপি
ট্রেড লাইসেন্স ফি বাড়ানোর প্রতিবাদে সোমবার সকালে নারায়ণগঞ্জে মৌন মিছিল করেছে স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সদস্যরা। সোমবার সকালে শহরের কালিরবাজার থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে মেয়রের কাছে স্মারকলিপি প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন অরূপ দত্ত, নির্মল দে, বাসুদেব কর্মকার, মুকুল মজুমদার, তাপস কর্মকার, শংকর দাস, উত্তম কর্মকার, দিলীপ রক্ষিত প্রমুখ।
-নারায়ণগঞ্জ প্রতিনিধি
কারাদণ্ড
কুমিল্লা কারাগারে গাঁজা সরবরাহ করতে এসে আটক রোজিনা আক্তার নামের এক নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। সোমবার বিকালে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রবেশপথে এ ঘটনা ঘটে।   
-কুমিল্লা প্রতিনিধি
মতবিনিময়
ব্যাংকে ডাকাতি প্রতিরোধসহ পুলিশি নিরাপত্তা দিতে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছে ঢাকা জেলা পুলিশ। সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) গোলাম আজাদ খান, সার্কেল সহকারী পুলিশ সুপার মিনহাজ উল ইসলাম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর ও বিভিন্ন ব্যাংকের স্থানীয় শাখার ম্যানেজার ও কর্মকর্তারা।
-কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
অপহৃত নৈশপ্রহরী উদ্ধার
অপহরণের চারদিন পর গতকাল ভোরে নৈশপ্রহরী ওসমান আলীকে (৫৫) ঝিনাইদহ সদর উপজেলার নারিকেল বাড়িয়া থেকে উদ্ধার করেছে পুরিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের আবুল কাশেমকে (৫০) আটক করেছে।
-ঝিনাইদহ প্রতিনিধি
বজ্রপাতে কিশোর নিহত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের কটকগাছা গ্রামে গতকাল বজ্রপাতে মামদ আলী (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের হযরত আলীর ছেলে।
-গাইবান্ধা প্রতিনিধি
 

 

 

সর্বশেষ খবর