মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০১৫ ০০:০০ টা

সোনার দোকানে ভাঙচুর লুটপাট

নরসিংদী শহরে তুচ্ছ ঘটনার জের ধরে সোনার দোকান ও বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে শহরের পাতিলবাড়ি সড়কের আদিত্য গহনালয় ও পশ্চিম কান্দাপাড়া এলাকার একটি বাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বাজারের ব্যবসায়ী সমিতির ঋণের টাকা নিয়ে সুতাপট্টির জনতা বেডিংয়ের মালিক মোস্তাক ও পরানের সঙ্গে পাতিলবাড়ি সড়কের আদিত্য গহনালয়ের রাজিব বণিক ও তাঁর বন্ধু অপু সাহার বাগবিতণ্ডা হয়। সোমবার ব্যবসায়ী নেতারা বিষয়টি সমাধানের উদ্যোগ নিয়েও ব্যর্থ হন। আদিত্য গহনালয়ের রাজিব বণিক বলেন, বেলা দেড়টার দিকে মোস্তাক ও পরানের নেতৃত্বে একদল যুবক আমাদের দোকানে হামলা চালায়। অস্ত্রের মুখে দোকানের কর্মচারী হৃদয় কর্মকারকে জিম্মি করে সিন্ধুকের চাবি ছিনিয়ে নেয়। সিন্ধুক খুলে ২ লাখ ২৫ হাজার টাকা ও প্রায় ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে। এর আগে হামলাকারীরা শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় রাজিব বণিকের বন্ধু অপু সাহার বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। অপু সাহা বলেন, হামলাকারীরা নগদ এক লাখ ৪০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণ লুট করে। সাটিরপাড়া এলাকা থেকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোস্তাক, আল আমিন ও হানিফ নামে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। তবে গ্রেপ্তার মোস্তাকের পরিবারের সদস্যরা দাবি করেন, সকালে রাজিব বণিক লোকজন নিয়ে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালালে ঘটনার সূত্রপাত হয়। নরসিংদী সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, বাজারের সমিতির টাকা লেনদেন নিয়ে এই ঘটনা ঘটেছে।
 

সর্বশেষ খবর