শুক্রবার, ২৯ মে, ২০১৫ ০০:০০ টা

নির্মাণ শেষের আগেই ফাটল দেবে গেছে ছয় পিলার

কাজীরহাট থানা ভবন

দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগেই বরিশালের মেহেন্দীগঞ্জের নবনির্মিত কাজীরহাট থানা ভবনে ফাটল দেখা দিয়েছে। ছয়টি পিলার দেবে যাওয়ায় ভবনের স্থায়িত্বকাল নিয়ে দেখা দিয়েছে সংশয়। নির্মাণ-ত্র“টির কারণেই প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনের বেহাল অবস্থা হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঝুঁকির খবর পেয়ে বুধবার ভবনটি পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার মো. আকতারুজ্জামান। তিনি জানান, ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে ভবনটি হস্তান্তরের আগেই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ওই ভবনে কেনোভাবেই থানার কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাকির হোসেন জানান, তড়িঘড়ি করে দুই মাসের কাজ ৪/৫ দিনের মধ্যে সম্পন্ন করতে হয়েছে। এ কারণে বালির কমপ্যাক্ট পর্যন্ত ঠিকমত হয়নি। পুলিশই ওই কাজ করিয়ে ঠিকাদারের কাছ থেকে সমুদয় টাকা নিয়ে যায়। তার দাবি ভবনের কাঠামোতে কোনো সমস্যা হয়নি। তারপরও ভবন পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। কাজিরহার থানার ওসি শওকত আনোয়ার জানান, ২০১২ সালে দুই কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে ওই ভবন নির্মাণের কাজ পায় টিপু সুলতান নামে বরিশালের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর থানা ভবনের উদ্বোধন করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। উদ্বোধনের সময় ভবনের পুরো কাজ সমাপ্ত না হওয়ায় কাজীরহাট থানা পুলিশের কার্যক্রম চলে কাজীরহাট বাজারের একটি পরিত্যক্ত ঘরে। নতুন ভবনের কাজ শেষ না করায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঠিকাদার টিপু সুলতানকে একাধিক বার তাগিদা দেওয়া হলেও তিনি কর্ণপাত করেননি তিনি। পরবর্তীতে ঠিকাদারের কাজের ধীরগতির বিষয়টি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়। তাতেও ফল পাওয়া যায়নি। ওসি আরো জানান, এখনো ওই ভবনের কাজ শেষ হয়নি। এর আগেই ছয়টি পিলার দেবে গিয়ে ১৬ স্থানে ফাটল দেখা দিয়েছে।

সর্বশেষ খবর