মঙ্গলবার, ২ জুন, ২০১৫ ০০:০০ টা

প্রকাশ্যে যুবকের চোখ উৎপাটন

নদীপথের চোরাই তেল ব্যবসার দ্বন্দ্বের জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় ফরহাদ আহমেদ (৩৫) নামে এক যুবককে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যার চেষ্টা করেছে একদল সন্ত্রাসী। সোমবার বিকালে বুড়িগঙ্গা নদী থেকে ফরহাদকে ধরে নিয়ে আসে একদল সন্ত্রাসী। পরে ফতুল্লা মডেল থানার অদূরে ফতুল্লা ডিআইটি মাঠে নিয়ে এসে আধঘণ্টা শত শত লোকের সামনে ফরহাদের ওপর নির্যাতন চালানো হয়। আধঘণ্টা পর ফরহাদকে মৃত ভেবে সন্ত্রাসীরা ৪/৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ এবং ৪০/৫০টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে বীর দর্পে ঘটনাস্থল ত্যাগ করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি তাজা ককটেল উদ্ধার করে এবং ফরহাদকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়। খবর পেয়ে সন্ধ্যায় র‌্যাব-১১'র এএসপি শিবলীর নেতৃত্বে র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয়রা জানান, এক সময় বুড়িগঙ্গা নদীতে চোরাই তেলের ব্যবসার নিয়ন্ত্রণ ছিল বাঘা আরিফ বাহিনীর নিয়ন্ত্রণে। সোমবার বিকালে বুড়িগঙ্গা নদীতে ফরহাদ ও তার লোকজন তেল নামাতে গেলে সেখানে বাঘা আরিফের নেতৃত্বে ৪/৫টি ট্রলার নিয়ে বাঘা আরিফ, ডাকাত বাবু, রামাসহ ৪০/৫০ জন হানা দেয়। ওই সময় ফরহাদ বাঘা আরিফদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। কিন্তু বাঘা আরিফের সঙ্গে লোকজন বেশি হওয়ায় ফরহাদের লোকজন পিছু হটে। ওই সময় বাঘা আরিফের লোকজন ফরহাদকে ধরে মারতে মারতে ফতুল্লা ডিআইটি মাঠে নিয়ে আসে। তাকে প্রথমে গুলি করা হয়। পরে চাপাতি দিয়ে কুপিয়ে এবং ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়া হয়। পেটের মধ্যে স্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেওয়ার পাশাপাশি পায়ের রগ কেটে দেওয়া হয়। স্ক্রু ড্রাইভার দিয়েই তুলে ফেলা হয় চোখ।

 

সর্বশেষ খবর