বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
পার্বতীপুর-ঢাকা

ঈদ স্পেশাল ট্রেন ১৫-২৬ জুলাই

ঈদুল ফিতর উপলক্ষে পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রেলরুটে ঈদের আগে তিন দিন ও পরের সাতদিন যাত্রীদের দুটি ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। ঈদে ঘরমুখো মানুষ যাতে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারে সে লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেলওয়ে সূত্রে জানা যায়, স্পেশাল ট্রেন প্রতিদিন সকাল ৬টা ৪৫ মিনিটে পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকায় পৌঁছবে। ঢাকা থেকে বিকাল ৫টা ২০ মিনিটে ছেড়ে এসে রাত ৩ টায় পার্বতীপুরে পৌঁছবে। দিনাজপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউল আহসান জানান, এবারে ঈদে রেলওয়ে কর্তৃপক্ষ ঈদের আগে ও পরে যাত্রীদের ভিড় এড়াতে এবং যাতায়াতের সুবিধার্থে পার্বতীপুর ঢাকা-পার্বতীপুরের মধ্যে একজোড়া নতুন ঈদ স্পেশাল ট্রেন চলাচল করবে। এ জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ খবর