বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ধুনটে যমুনার তীর সংরক্ষণ বাঁধে ধস

উজান থেকে নেমে আসা ঢলে পানি বৃদ্ধি পেয়ে প্রবল স্রোতে ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি গ্রামে যমুনা নদীর নির্মাণাধীন ডান তীর সংরক্ষণ বাঁধে ৪০ মিটার ধসে গেছে। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে নিম্নমানের কাজের কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল।

বগুড়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গ্রেজ রিডার পরশুরাম চন্দ্র জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।

পাউবোর সহকারী প্রকৌশলী হারুনর রশিদ জানান, তীর সংরক্ষণ প্রকল্পের কাজে কোনো প্রকার অনিয়ম হয়নি। দরপত্র মোতাবেক প্রকল্পের কাজ হচ্ছে। তবে প্রকৃতির নিয়মেই যমুনা নদীতে ধস দেখা দিয়েছে। সেখানে জরুরিভাবে সিসি ব্লক ফেলে ধস ঠেকানোর চেষ্টা চলছে।

সর্বশেষ খবর