বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বাঘায় ৩১৪০ কেজি গুড় ধ্বংস

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আবারও ৩ হাজার ১৪০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। এসব হুড়ের বাজারমূল্য ২ লাখ ৬৭ হাজার ৭০০ টাকা। গতকাল র‌্যাবের সহযোগিতায় আদালত অভিযান চালিয়ে ছয় কারখানা মালিককে ৩ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেন। তাদের মধ্যে একজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী ও র‌্যাব সূত্রে জানা গেছে, নির্বাহী হাকিম নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গতকাল দুপুরে উপজেলার আড়ানী বাসস্ট্যান্ড এলাকা, মহিলা কলেজ এলাকা, চকরপাড়া, কৈবত্তপাড়া ও পাঁচপাড়া গ্রামে একযোগে অভিযান চালান। এ সময় আখের ভেজাল গুড় তৈরির ছয়টি কারখানা থেকে ৩ হাজার ১৪০ কেজি ভেজাল গুড় ও নানা উপকরণ জব্দ করা হয়।

 

 

 

সর্বশেষ খবর