বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ছাত্রলীগের সংঘর্ষের পর কৃষি বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ

ছাত্রলীগের সংঘর্ষের পর কৃষি বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মঙ্গলবার রাতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের পর বুধবার সকালে সব হল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সকাল ১০টার মধ্যে হলে অবস্থানরত সব শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে।

বাকৃবি প্রক্টর প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন জানান, সংঘর্ষের পর রাতে বিশ্ববিদ্যালয়ের জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় ৭ জুলাই থেকেই বন্ধ। কিন্তু হলগুলো শনিবার পর্যন্ত খোলা ছিল। সংঘর্ষের কারণে বুধবার সকাল ১০টার মধ্যেই হল ছাড়ার জন্য বলা হয়েছে। বুধবার সেহেরীর পর ক্যাম্পাসে মাইকিং করে হল ছাড়তে বলা হয় বলে জানান তিনি।

মঙ্গলবার রাতে বাকৃবি শাখা ছাত্রলীগ ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে বাকৃবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ও সাংগঠনিক সম্পাদক মাহির শাহরিয়ারসহ দুই পক্ষের পক্ষের পাঁচ নেতা-কর্মী আহত হন।

প্রতিদিন/০৮ জুলাই, ২০১৫/মাহবুব

সর্বশেষ খবর