শিরোনাম
শনিবার, ১১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ভাঙন ঝুঁকিতে রাজশাহী প্রস্তুত নয় পাউবো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলা রক্ষা বাঁধে ফাটল দেখা দিয়েছে। ভাঙছে বাঘা উপজেলার চরাঞ্চল। শহর রক্ষার আই বাঁধও ঝুঁকিতে। আসছে বন্যা মৌসুমে রাজশাহীর বিভিন্ন এলাকা তাই থাকছে ভাঙনের ভয়াবহ ঝুঁকিতে। তবে এখন থেকে ভাঙন থেকে রক্ষার কোনো প্রস্তুতি নেই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)। তবে পাউবোর নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো রক্ষার জন্য সরকারের কাছে দুই কোটি টাকা চাওয়া হয়েছে। এখনও তারা সেই টাকা পাননি। তবে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে তারা নজরদারি বাড়িয়েছেন। রাজশাহী মহানগরীর বুলনপুরের আই বাঁধে গত বন্যায় ফাটল দেখা দেয়। ভাঙন রোধে পাউবোর দেওয়া বালুর বস্তা এখন সরে গেছে। দেবে গেছে বাঁধের পশ্চিম পাড়। আই বাঁধের ৩ নম্বর গ্রোয়েনে হঠাৎ করে ফাটল দেখা দেয়। পবার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, আগের বছর এই বাঁধটি রক্ষার জন্য বালুর বস্তা ফেলা হয়েছিল। গতবারের ভাঙনে সেই বস্তা নদীতে চলে গেছে। ফলে বাঁধে ফাটল দেখা দিয়েছে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হারুন-অর-রশিদ জানান, তারা এখন কেবল খোঁজ রাখছেন। ভাঙন শুরু হলে এটি মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত হবে। তবে ভাঙন থেকে রক্ষায় এখন তারা কোনো পদক্ষেপ নেননি।

সর্বশেষ খবর