শিরোনাম
শনিবার, ১১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩ ঘণ্টাও বিদ্যুৎ থাকে না

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ভেঙে পড়ে বিদ্যুৎ সরবরাহ। ২৪ ঘণ্টায় ১৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে আদালতের নির্দেশনা থাকলেও বর্তমানে তিন ঘণ্টাও বিদ্যুৎ থাকে না। ফলে চলতি রমজানে ইফতারি, সেহরিসহ স্কুল-কলেজের শিক্ষার্থীদের লেখাপড়া, ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটছে। তাছাড়া হাতিয়ায় কর্মরত জাতীয় পত্রিকার সাংবাদিকদের সংবাদ প্রেরণে সমস্যায় পড়ছেন। জানা গেছে, পিডিবি হাতিয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে বিদ্যুতের চাহিদা এক মেগাওয়াট। ছয়টি জেনারেটর দিয়ে ৭/৮শ' কিলোওয়াট উৎপাদন হতো। এতে প্রতি দিন ৪/৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হতো। সম্প্রতি একের পর এক জেনারেটর অচল হয়ে পড়ায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। বর্তমানে দুটি জেনারেটর সচল রয়েছে, যা দিয়ে মাত্র ১১০ ও ১৪০ কিলোওয়াট উৎপাদন করা সম্ভব হচ্ছে। এতে উৎপাদিত ২৪০/২৫০ কিলোওয়াট দিয়ে ২৪ ঘণ্টায় ২/৩ ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রাহক এ প্রতিবেদককে জানান, প্রতি বছর জেনারেটর মেরামতের নামে লাখ লাখ টাকা বরাদ্দ হয়। নামমাত্র টেন্ডার দেখিয়ে ওই টাকা আত্দসাৎ করা হয়। আর ভোগান্তি পোহাতে হয় হাতিয়ার সাধারণ গ্রাহককে। তাছাড়া ভূতুড়ে বিল ও ইউনিটপ্রতি বিদ্যুতের মূল্য তো প্রদান করতে হয়-ই।

সর্বশেষ খবর