শিরোনাম
শনিবার, ১১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বাকিতে পণ্য না দেওয়ায় মারধর

পিরোজপুরের নাজিরপুরে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও দোকানদারকে মারধরের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। গতকাল সন্ধ্যায় উপজেলার কালিবাড়ি বাজারের দেবাশীষ মণ্ডলের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার এক কর্মীকে দেবাশীষ মণ্ডলের দোকানে একটি শপিং ব্যাগ আনতে পাঠান। দোকানদার সন্ধ্যায় বাকিতে কোনো পণ্য না দেওয়ার কথা জানান। এতে ক্ষিপ্ত হয়ে সুমনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা দেবাশীষকে মারধর এবং দোকান ভাঙচুর করেন। নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন খান জানান, একটু ভুল বোঝাবুঝি হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ আমরা বিষয়টি মীমাংসার চেষ্টা করছি। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হাওলাদার জানান, বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। খোঁজ নিয়ে দেখেন। একই দাবি সভাপতিরও। নাজিরপুর থানার ওসি নাসির উদ্দিন মলি্লক জানান, হামলা বা দোকান ভাঙচুরের কোনো ঘটনা থানা পুলিশের জানা নেই।

সর্বশেষ খবর