সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা
ডাকাত সাজিয়ে হত্যা

বিচারের আশা ছেড়ে দিয়েছে পরিবার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কিশোর শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় বিচার পাওয়ার আশা ছেড়ে দিয়েছে নিহতের পরিবার। হতাশ হয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করেছেন নিহতের মা মামলার বাদী কোহিনূর বেগম। কিছু টাকার বিনিময়ে আসামি পক্ষের প্রস্তাবে অভিযোগ প্রত্যাহারে সম্মত হয়েছেন তিনি। কোহিনূর বেগম বলেন, 'মামলার দীর্ঘসূত্রতায় ছেলে খুনের বিচারের আশা ছেড়ে দিয়েছি। তাই বাধ্য হয়ে কিছু টাকার বিনিময়ে আসামি পক্ষের প্রস্তাব অনুযায়ী অভিযোগ প্রত্যাহারে রাজি হয়েছি।' জেলা জজ আদালতের পিপি এটিএম মহিব উল্যাহ জানান, মামলার চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছে ডিবি পুলিশ। অন্যদিকে বাদীও অভিযোগ প্রত্যাহারের আবেদন জমা দিয়েছেন আদালতে। জানা যায়, ২০১১ সালের ২৭ জুলাই সকালে মিলন চর ফকিরা গ্রামের বাড়ি থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন। পথে একদল লোক তাকে ডাকাত সন্দেহে আটক করে। এরপর তারা মিলনকে পুলিশের গাড়িতে তুলে দেন। সেখান থেকে পুলিশ টেকের বাজারে উত্তেজিত জনতার সামনে মিলনকে ছেড়ে দিলে লোকজন তাকে পিটিয়ে হত্যা করে।

সর্বশেষ খবর