সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

এক দিনে ২০০ মিটার বিলীন

এক দিনে ২০০ মিটার বিলীন

ভাঙছে ইলিশা ফেরিঘাট

মেঘনার উত্তাল ঢেউয়ের আঘাতে এক দিনে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কসহ ইলিশা ফেরিঘাট এলাকার প্রায় ২০০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মহাসড়কের ১০ ফুট মেঘনায় তলিয়ে গেছে। এভাবে ভাঙন অব্যাহত থাকলে ২৪ ঘণ্টার মধ্যে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক বিলীন হয়ে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম বলেন, বৈরী আবহাওয়ার কারণে ভাঙন প্রতিরোধের কাজ বন্ধ রয়েছে।

 

সর্বশেষ খবর