সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

যুবলীগ ও ছাত্রলীগের ৫৩ জনের নামে চাঁদাবাজি মামলা

চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে ঝালকাঠি পৌর প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোজাউল করিম জাকিরসহ ছাত্র-যুবলীগের ৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে দুটি মামলা হয়েছে।

মেসার্স ছবির বিল্ডার্সের মালিক ছবির হোসেনের করা মামলার আসামিরা হলেন- পৌর প্যানেল মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম জাকির, জেলা যুবলীগ নেতা কামাল শরীফ, সদ্য বিদায়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু, জেলা ছাত্রলীগের সভাপতি সফিকুল ইসলাম সফিকসহ ২০/২৫ জন।

অন্য মামলাটি করেন কৃঞ্চকাঠি এলাকার সোহাগ হাওলাদার। এ মামলায় আসামি করা হয়েছে সদ্য বিদায়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জামাল হোসেন মিঠু ও তার ভাই সালাম, যুবলীগ সদস্য বাহাদুর, মনিরুজ্জামান, জামাল শরীফসহ ২৫-৩০ জনকে। নেতাদের নামে মামলা করায় এর নিন্দা জানিয়েছেন জেলা ছাত্রলীগ নেতা ও বরিশালস্থ ঝালকাঠি পলিটেকনিক ছাত্রকল্যাণ ফোরামের সভাপতি এইচএম গিয়াস উদ্দীন ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

সর্বশেষ খবর