সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

এসিল্যান্ড প্রত্যাহারে আনন্দ মিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানকে প্রত্যাহার করায় এলাকায় আনন্দ মিছিল করেছেন স্থানীয়রা। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমান বলেন, আমরা তার বদলি আদেশের চিঠি পেয়েছি। অনিয়ম তদন্তে কমিটি করা হবে। তিনি আরও জানান, মেহেদী হাসানের দুর্নীতির দুই সহযোগী সার্ভেয়ার মহসিন মিয়া ও রেজাউল করিমকে বদলি করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা জানান, মেহেদী হাসানের দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। এ কারণে আমি তাকে প্রত্যাহারে ডিউ লেটার দিয়েছি। কোনো অসৎ কর্মকর্তাকে ছাড় দেওয়া হবে না। অভিযোগ রয়েছে, মেহেদী হাসান সোনারগাঁয়ে যোগদানের পর থেকে খ-তফসিলভুক্ত ভূমির নামজারি করার নামে প্রতি শতাংশ ভূমি থেকে ৫ থেকে ৭ হাজার টাকা করে উৎকোচ আদায় করেন। উপজেলার বিভিন্ন শিল্পকারখানার মালিক ও নিরীহ কৃষকদের কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা হাতিয়ে নেন বলে ভুক্তভোগী আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও বাচ্চু মিয়া জানান।

সর্বশেষ খবর