সোমবার, ২৭ জুলাই, ২০১৫ ০০:০০ টা

শালিসে গৃহবধূর বস্ত্রহরণ

শালিসি সভা ডেকে সবার সামনে এক গৃহবধূকে বিবস্ত্র করে উল্লাস প্রকাশ করেছে এক দল দুর্বৃত্ত। শালিসে উপস্থিত এক ব্যক্তি ওই গৃহবধূকে লজ্জা ঢাকার জন্য পাশের বাড়ি থেকে একটি ওড়না এনে দিলে সেটিও কেড়ে নেয় দুর্বৃত্তরা। বাবার বাড়ির উঠানে শালিসি সভায় প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও দরিদ্র ওই গৃহবধূর পক্ষে প্রতিবাদ করার সাহস কেউ পায়নি। শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার শাপমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল মামলা হয়েছে। তবে এখনো কোনো আসামি ধরা পড়েনি। শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানিয়েছেন, পুলিশ বাদীর লিখিত অভিযোগ গ্রহণ করে এর তদন্তের জন্য কর্মকর্তা নিয়োগ করেছে। আসামি ধরার চেষ্টা চলছে। থানায় করা অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাপমারী গ্রামের ওই গৃহবধূর বিয়ে হয় পার্শ্ববর্তী পাকুরিয়া ইউনিয়নের বাদাপাড়া গ্রামে। স্বামী চট্টগ্রামে একটি বেসরকারি কারখানায় শ্রমিকের চাকরি করেন। ঈদের পরদিন স্ত্রীকে তার বাবার বাড়িতে রেখে স্বামী কর্মস্থলে চলে যান। বাবার বাড়িতে থাকা অবস্থায় ওই গৃহবধূর ভাবী শ্যামলী বেগমের সঙ্গে তার ঝগড়া হয়। শ্যামলীর অভিযোগ, এতে তার স্বামী বোনের পক্ষ নিয়েছেন। এই ক্ষোভে শ্যামলী বিষয়টি একই গ্রামে তার ফুফা প্রভাবশালী জয়নাল আবেদীন হাসি ও জামালপুর সদরে তার ভাইদের খবর দেন। খবর পেয়ে শ্যামলীর ভাই মিন্টু, ভুট্টো ও মিঠুন মিয়া এবং তার ফুফা এসে গ্রামের আট-দশজন লোক নিয়ে তাৎক্ষণিকভাবে শালিস ডাকেন। শালিসে কথা-কাটাকাটির এক পর্যায়ে জয়নাল আবেদীন হাসি এবং শ্যামলীর ভাই মিন্টু, ভুট্টো ও মিঠুন সবার সামনে গৃহবধূকে বিবস্ত্র করে ফেলে এবং টেনেহিঁচড়ে নির্যাতন চালায়। শালিসি সভায় উপস্থিত লোকজন তাদের নিবৃত্ত করতে চেষ্টা করলেও তারা উল্লাস করতে করতে শালিসি সভা ত্যাগ করে।

 

সর্বশেষ খবর